আর্কাইভ
logo
ads

রিয়াল অধ্যায় শেষ, ‘স্বস্তি’ অনুভব করছেন আলোনসো

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এ.এম
রিয়াল অধ্যায় শেষ, ‘স্বস্তি’ অনুভব করছেন আলোনসো

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাবি আলোনসো। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টরা জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে রিয়াল থেকে বিদায়ের খবরে নাকি আলোনসো ছিলেন বিস্মিত। স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরে সেই বিস্ময় কেটে গিয়ে আলোনসোর মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে।

প্রতিবেদনে বলা হয়, ‘যখন আলোনসোকে জানানো হয় যে তিনি আর রিয়াল মাদ্রিদের কোচ নন, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময়ের… এরপর আসে স্বস্তি।’

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসোর সময়টা ছিল নানা চাপ ও প্রত্যাশায় ঘেরা। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনাও চলছিল। শেষ পর্যন্ত ক্লাব ও কোচ, দু’পক্ষের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ