আর্কাইভ
logo
ads

২৪-এর লড়াই ছিল নিজের বিরুদ্ধে নিজের লড়াই- উপদেষ্টা ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পি.এম
২৪-এর লড়াই ছিল নিজের বিরুদ্ধে নিজের লড়াই- উপদেষ্টা ফারুক ই আজম

বগুড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করুন ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক সদরের ফাপোর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন,  মুক্তিযুদ্ধে বিদেশী শক্তির সাথে লড়াই করেছি, যেখানে অস্ত্রের সাথে অস্ত্রের লড়াই হয়েছে, তবে ২৪ এর লড়াই ছিল নিজের বিরুদ্ধে নিজের লড়াই। একদলীয় শাষনের বিরুদ্ধে তরুনরা খালি হাতে লড়াই করেছে। বাপের বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছে। পৃথিবীর খুব কম জাতি গোষ্টি আছে এ ধরনের লড়াই করে এ পর্যায়ে আসা। সেটাকে আমরা নিরঙ্কুশ করতে চাচ্ছি হ্যা ও না ভোট দিয়ে। এটা প্রতিষ্ঠিত হলে, সংবিধানে যুক্ত হলে জাতির যেকোন সংকটে জনগনের মতামত চাইতে পারা যাবে।  জনগনের মতামতের উপরে কিছু নাই। কারণ রাষ্ট্রটা জনগনের। রাষ্ট্রের চাবিকাঠি হাতে নেয়ার সুযোগ এসেছে, সেই সুযোগ হেলায় না হারাই। আমরা সবাই হ্যা ভোট দিয়ে জয়যুক্ত করি।

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকারে আমরা এসেছি অস্থায়ীভাবে, আমরা নির্বাচন পরপর চলে যাবো। আমরা কোন পার্টি না। আগামী নির্বাচনে বিভিন্ন দল আসবে ভোটের জন্য আপনারা যাকে খুশি ভোট দিবেন, এখানে আমাদের কোন কথা নেই, আমরা নিরপেক্ষ এ ক্ষেত্রে। শুধু হ্যা না ভোটের ক্ষেত্রে আমরা সচেতন করতে এসেছি। এতে রাষ্ট্রকাঠামোতে আমুল পরিবর্তন আসবে। আর কোন ফ্যাসিস্ট সরকার যেন কখনও মানুষের উপর নির্যাতন করতে না পারে। বিনাবিচারে হত্যা করতে না পারে। এই বিষয়গুলো হ্যা ভোট দ্বারা প্রতিষ্ঠা করে যেতে চাই।

জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করুন ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তথয অফিসের কর্মকর্তাসহ নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ