নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে বিসিবি।
তবে বিসিবির সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি জানায়, তারা চায় বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক অথবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করা হোক। বৈঠকের পরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় আয়ারল্যান্ড ক্রিকেট।
ক্রিকবাজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানান, বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ নেই। তিনি বলেন, আইসিসি থেকে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে যে পূর্বঘোষিত সূচি অনুযায়ীই গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আয়ারল্যান্ড তাদের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের মোকাবিলা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে।
সূচি অনুযায়ী ‘বি’ গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে এসব ভেন্যুতে খেলতে অনিচ্ছুক বিসিবি, যা এখন বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।



