আর্কাইভ
logo
ads

না ভোট দিলে কিছুই পাবেন না- বগুড়ায় উপদেষ্টা ফারুক

বগুড়া প্রতিনিধি

প্রকাশকাল: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পি.এম
না ভোট দিলে কিছুই পাবেন না- বগুড়ায় উপদেষ্টা ফারুক

ভোটারদের নিয়ে উঠান বৈঠক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যদি আপনারা হ্যাঁ ভোট দেন তাহলে বহুবিধ সুবিধা পাবেন রাষ্ট্রের কাছ থেকে। আর না ভোট দিলে  কিছুই পাবেন না।মঙ্গলবার সকালে বগুড়ায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বগুড়া সদরের ফাঁপোর এলাকায় স্থানীয় ভোটারদের নিয়ে জেলা প্রশাসন এই উঠান বৈঠকের আয়োজন করে। 

বৈঠকে ফারুক-ই- আজম বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষিত হবে, সবক্ষেত্রেই জনগন অবাধ স্বাধীনতা ভোগ করবে। পাশাপাশি নারীদের প্রতিনিধিত্ব বাড়বে হ্যাঁ ভোট দিলে। বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত সংসদের যত দুর্বলতা ছিলো, সেগুলো দূর করার জন্যই এই হা এবং না ভোটের আয়োজন করা হয়েছে বলে  তিনি জানান।

তিনি বলেন, হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের চাবি কাঠি হাতে রাখার এ সুযোগ যেনো না হারাই আমরা। নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেয়ার সুযোগ পেয়েছে। তাই দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।উঠান বৈঠকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান,পুলিশ সুপার শাহাদত হোসেন ছাড়াও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ