আর্কাইভ
logo
ads

চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ আজ হচ্ছে না

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পি.এম
চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ আজ হচ্ছে না

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বুধবার রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা প্রচেষ্টা চালালেও কোনো সমঝোতা গড়ে ওঠেনি। ফলে বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ—চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস—মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

সূচি অনুযায়ী দিনের প্রথম খেলা দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। টসের সময় সাড়ে ১২টায় হলেও কোনো দল মাঠে উপস্থিত হয়নি। বনানীর একটি হোটেলে কোয়াব দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে। নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন এবং চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমনও সেখানে উপস্থিত থাকবেন। অর্থাৎ দুই দলই বয়কটে অংশগ্রহণ করছে।

গতকাল বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, সেটা কি আমরা ওদের কাছ থেকে ফেরত চাইব?” এছাড়া তিনি আরও বলেন, বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতি বোর্ডের নয়।

এই মন্তব্যের পর কোয়াবের জুম কল সংবাদ সম্মেলনে সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরণের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন। জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু রাতেই ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এরপর বৃহস্পতিবার সকালে বিসিবি নাজমুলকে শোকজ করার কথা জানায়, তবে কোয়াব তার পদত্যাগের দাবিতে অনড়।

এভাবে পরিস্থিতি তীব্র অব্যাহত থাকায় বিপিএলের আজকের দিনটি মাঠের কোনো খেলার জন্য উন্মুক্ত নয়।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ