আর্কাইভ
logo
ads

বাংলাদেশকে সমর্থনের ঘোষণা, বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পি.এম
বাংলাদেশকে সমর্থনের ঘোষণা, বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের। ইতোমধ্যে বেশ কয়েকটি দল আনুষ্ঠানিক প্রস্তুতিতে নেমে পড়লেও বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তার প্রভাব পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তুতিতে।

জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রস্তুতি শুরু করলেও বর্তমান পরিস্থিতিতে তা সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে উদ্ভূত পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করছে পাকিস্তান। পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের সন্তোষজনক সমাধান না হলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করতে পারে।

উল্লেখ্য, ভারতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা অথবা ভারতের বাইরে অন্য কোনো দেশ বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে শনিবার বাংলাদেশ সফরে আসে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের পরও কোনো কার্যকর সমাধান আসেনি।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি আসতে পারে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ