আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। মোস্তাফিজুর রহমানের আইপিএল বাদ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের পর বাংলাদেশ দলের ভারতে খেলা নিয়ে উত্থাপিত প্রশ্নের মধ্যেই যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ের ভারত ভিসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত ১৩ জানুয়ারি সংবাদমাধ্যমে খবর আসে, যে যুক্তরাষ্ট্র দলের কিছু খেলোয়াড় এখনও ভারতীয় ভিসা পাননি। এতে ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বিতর্ক শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটার আলি খান ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি নিজের এবং এক সতীর্থের খাবারের ছবির সঙ্গে লেখেন, ‘ভারতীয় ভিসা না মিললেও কেএফসি জিতেছে’, যা ভিসা বিষয়ে প্রশ্ন তুলেছে।
তবে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ খেলোয়াড়দের ভিসা প্রত্যাখ্যান করেনি; বরং আবেদন প্রক্রিয়া এখনও চলছে।
সংবাদ অনুযায়ী, পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটার—আলি খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মোহসিন ও এহসান আদিলের ভিসা ছাড়পত্র প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। শ্রীলঙ্কার কলম্বোতে ভারতীয় হাইকমিশনে সাক্ষাৎকার দেওয়ার পরও আনুষ্ঠানিকভাবে কোনো প্রত্যাখ্যান জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র দল বর্তমানে শ্রীলঙ্কায় প্রস্তুতি নিচ্ছে। আইসিসি সূত্র জানিয়েছে, ‘সাক্ষাৎকারের আগে প্রয়োজনীয় সব নথিপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছিল।’
এ সময় ভারতীয় দূতাবাস জানিয়েছে, কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু আরও কিছু তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসার অপেক্ষায়। প্রক্রিয়া শেষ হলে পরবর্তী ধাপের জন্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কানাডা, ওমান ও ইতালি সহ অন্যান্য দলের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ধরনের ভিসা প্রক্রিয়া অনুসরণ করা হবে।



