আর্কাইভ
logo
ads

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পি.এম
হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টির বাগড়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতের কাছে ১৮ রানে হেরেছে যুবা টাইগাররা।

প্রথমে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। শুরু থেকেই লাইন-লেংথে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেন বাংলাদেশের পেসাররা।

তবে বৈভব সূর্যবংশী (৭২) ও অভিগান কুন্ডুর (৮০) ব্যাটে চড়ে ২৩৮ রানের পুঁজি পায় তারা।

জবাবে ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি থামলে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে দরকার পড়ে ৭৫ রান।

কঠিন সেই সমীকরণের চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

অধিনায়ক তামিম ৫১ ও রিফাত বেগ ৩৭ রান করে প্রতিরোধ গড়লেও দলের হার এড়াতে পারেননি। ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যের ১৮ রান আগেই থামতে হয় বাংলাদেশকে।

এর আগে, বাংলাদেশের বোলিং আক্রমণের মূল নায়ক আল ফাহাদ। মাত্র ৩৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ডানহাতি পেসার।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তিনি। পরে বিদায় করেন বেদান্ত ত্রিবেদী ও অধিনায়ক আয়ুশ মাত্রকেও।

ভারতের হয়ে কিছুটা লড়াই করেন বৈভব সূর্যবংশী।

আগ্রাসী ব্যাটিংয়ে তিনি অভিগান কুন্ডুর সঙ্গে ভালো জুটি গড়ে তোলেন এবং ফিফটি পূর্ণ করেন।

অভিগান ১১২ বল খেলে ৮০ রান করেন। শেষদিকে কানিশক চৌহান ২৬ বলে ২৮ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের বাকি বোলারদের মধ্যেও ছিল ধারাবাহিকতা। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ