বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় একটি কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। এ সময় বগুড়া জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে শাকিল আহমেদের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কারখানা থেকে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। সেইসাথে মালিক শাকিলকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।



