আর্কাইভ
logo
ads

রাফিনহার জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পি.এম
রাফিনহার জোড়া গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ফাইল ছবি

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল মানেই উত্তেজনার পারদ চরমে। প্রত্যাশা অনুযায়ী শুরুটা খুব বেশি ঝাঁঝালো না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচটি রূপ নেয় টানটান এক থ্রিলারে। শেষ পর্যন্ত জেদ্দায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এল ক্লাসিকো ফাইনালে রাফিনহার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় বার্সেলোনা।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মোট পাঁচটি গোলের চারটিই আসে প্রথমার্ধে। এর মধ্যে তিনটি গোল হয় প্রথমার্ধের যোগ করা সময়েই, যা ম্যাচের নাটকীয়তাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

ম্যাচের শুরুতে দুই দলই ছিল কিছুটা সতর্ক। প্রথম দিকে কেউই স্পষ্ট আধিপত্য বিস্তার করতে পারেনি। তবে বিরতির আগ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে টেনে নেয় কাতালানরা। ৩৬তম মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিচু শটে জালের দূরপ্রান্তে বল পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা।

কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় সমতা ফেরান রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে বল নিয়ে গতি বাড়িয়ে উইং দিয়ে উঠে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশে গোলটি করেন তিনি।

সমতায় ফিরেও স্বস্তি পায়নি রিয়াল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পেনাল্টি এলাকার ভেতরে জায়গা পেয়ে চমৎকার এক চিপ শটে আবারও বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। তবে নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে কর্নার থেকে আসা বল সামাল দিতে গিয়ে গোললাইনে রাফিনহা বল ঠেকালেও রিবাউন্ডে ঝাঁপিয়ে পড়েন গনসালো গার্সিয়া। তার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। বিরতিতে যাওয়ার আগে স্কোর দাঁড়ায় ২-২।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে এলেও উত্তেজনা কমেনি। ৭৩তম মিনিটে আবারও নায়ক বনে যান রাফিনহা। বক্সের কিনারা থেকে নেওয়া তার শট রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বিভ্রান্ত হয়ে পড়েন গোলরক্ষক থিবো কুর্তোয়া। বল জড়িয়ে যায় জালে, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

এরপর শেষ দিকে নাটকীয় মোড় নেয় ম্যাচ। কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং। ১০ জনের দলে পরিণত হয়ে প্রবল চাপে পড়ে বার্সা। অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত সমতা আর ফেরাতে পারেনি।

সব চাপ সামলে শেষ পর্যন্ত লিড ধরে রাখে বার্সেলোনা। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে ১৬তম স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় কাতালান ক্লাবটি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ