স্প্যানিশ সুপার কাপে ইতিহাস গড়ে ফাইনালে নাম লিখিয়েছে বার্সেলোনা। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অ্যাথলেটিক ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছে। জিতেছে ৫-০ গোলের ব্যবধানে।
সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে ১৫ বারের চ্যাম্পিয়নরা মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চারটি গোল করে শুরুর অর্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। যার মাধ্যমে রচিত হয় নতুন ইতিহাসও! স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধে চার গোল করা প্রথম দল এখন তারা।
ম্যাচের ২২তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে গোলের খাতা খুলেছেন ফেরান তোরেস। ৩০ মিনিটে ফেরমিন লোপেজ দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়িয়েছেন। ৪ মিনিট পর রুনি বার্গহাইয়ের শক্তিশালী শট অ্যাথলেটিক ক্লাব গোলরক্ষক উনাই সিমন রুখে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিচ দিয়ে হাত ফসকে বল চলে যায় জালে। ৩৮ মিনিটে রাফিনহা চতুর্থ গোলটি করে বার্সেলোনার স্কোরশিট নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। বিরতির চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটিও তুলে নেন এই ব্রাজিলিয়ান। সিমনের অসহায়ত্বে তখন ব্যবধান দাঁড়ায় ৫-০।
এরপর পুরো ম্যাচেই নিয়ন্ত্রণে থাকে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের স্বাদ পেয়েছে হান্সি ফ্লিকের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অ্যাতলেতিকো মাদ্রিদ কিংবা ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের যেকোনও একটি দল। আগামী রবিবার জেদ্দায় অনুষ্ঠিত হবে ফাইনাল।



