আর্কাইভ
logo
ads

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন শান্ত ও জাকের

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ জানুয়ারি ২০২৬, ০১:১১ পি.এম
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন শান্ত ও জাকের

ফাইল ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীর।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বিসিবি। উইকেটকিপিং বিভাগে লিটন কুমার দাসের সঙ্গে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। ফলে বাদ পড়েছেন জাকের আলী।

ব্যাটিং বিভাগে টপ অর্ডারে লিটন কুমার দাস ও সাইফ হাসানের সঙ্গে আছেন তরুণ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের দায়িত্বে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।

বোলিং আক্রমণে পেস বিভাগে রাখা হয়েছে পরিচিত চার মুখ—মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

লিটন কুমার দাস (অধিনায়ক),
সাইফ হাসান (সহ-অধিনায়ক),
তানজিদ হাসান তামিম,
পারভেজ হোসেন ইমন,
তাওহীদ হৃদয়,
শামীম হোসেন পাটোয়ারি,
নুরুল হাসান সোহান,
শেখ মেহেদী হাসান,
রিশাদ হোসেন,
নাসুম আহমেদ,
মোস্তাফিজুর রহমান,
তানজিম হাসান সাকিব,
তাসকিন আহমেদ,
মোহাম্মদ সাইফউদ্দিন,
শরিফুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ