বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী আপত্তি তোলে। এমনকি তাকে খেলানো হলে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দেওয়া হয়।
প্রাথমিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও শেষ পর্যন্ত বিসিসিআই মোস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে তার স্কোয়াড থেকে এই বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিটি চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বোর্ড।
গুয়াহাটিতে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন,
“সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদল করতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।”
উল্লেখ্য, গত ডিসেম্বরের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয়ে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন। বাঁহাতি এই পেসারকে হারানোয় কলকাতার বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এখন বিকল্প হিসেবে কেকেআর কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।



