বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে এবং তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার বিকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানে বগুড়া প্রেসক্লাবের আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ।
আরও উপস্থিত ছিলেন ক্রিড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, জহুরুল ইসলাম, শামীম আহমেদ, হারুনুর উর রশিদ তালুকদার, বগুড়া ফটো জালালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের সদস্য আল আমিন, রাশেদুল ইসলাম।



