আর্কাইভ
logo
ads

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পি.এম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলার শ্যামবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শ্যামবাড়িয়া এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফানুস মিয়া শাজাহানপুর উপজেলার ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর পুত্র। তিনি মোটরসাইকেলে করে লিচুতলা থেকে মাটিডালি যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি ট্রলি ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বাইপাস সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রলিটিকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক ফানুস মিয়াকে টেনে কয়েক গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটকে রেখে সদরের নারুলী পুলিশ ফাঁড়িতে খবর দেন। 

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে গেছে। অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ