আর্কাইভ
logo
ads

শ্রদ্ধা কাপুরের জীবনে নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে বারবার উঠে আসছে রাহুল মোদীর নাম

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পি.এম
শ্রদ্ধা কাপুরের জীবনে নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে বারবার উঠে আসছে রাহুল মোদীর নাম

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত জীবন ঘিরে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনায়—দীর্ঘদিনের ‘সিঙ্গেল’ পরিচয়ে ইতি টেনে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে যাঁর নাম ঘুরেফিরে আসছে, তিনি হলেন চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদী।

কিছুদিন ধরেই শ্রদ্ধা ও রাহুলের ঘনিষ্ঠতা নিয়ে নেটদুনিয়ায় চর্চা চলছে। কখনো বিমানে পাশাপাশি ভ্রমণ, কখনো বা অভিজাত বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে। একই ফ্রেমে ধরা পড়া মুহূর্তগুলো নতুন করে জল্পনায় ঘি ঢেলেছে।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটি তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি। তবে নীরবতার মধ্যেও বারবার একসঙ্গে দেখা যাওয়াকে অনেকেই ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছেন। এমনও শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুর নিজেই এই সম্পর্ককে এবার স্থায়ী রূপ দিতে আগ্রহী।

এর আগে অভিনেতা আদিত্য রায় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি। বিশেষ করে ফারহান আখতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাবা শক্তি কাপুরের আপত্তির কারণে সেই অধ্যায় থেমে যায় বলেই জানা যায়।

তবে রাহুল মোদীর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাপুর পরিবারের কাছে রাহুল বেশ গ্রহণযোগ্য। পরিবারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব পাওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিতে শ্রদ্ধার সামনে তেমন কোনো বাধা নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে শ্রদ্ধা কাপুর সংক্ষেপে বলেন, “বিয়ে তো করবই।” তার এই ছোট্ট মন্তব্যই অনুরাগীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে—বিয়ের সানাই হয়তো আর খুব দূরে নয়।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ