বড়দিনে আলাদা আলাদা ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন টালিগঞ্জের দুই জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তিকে ঘিরে সে সময় প্রেক্ষাগৃহ বণ্টন নিয়ে বিতর্কও কম হয়নি। সেই বিতর্ক পেরিয়েই আবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই বহুদিনের আলোচিত জুটি।
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। ছবি মুক্তির আগে থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল—এটাই কি এই জুটির শেষ কাজ? ভবিষ্যতে কি আর একসঙ্গে দেখা যাবে না তাঁদের? অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটতে চলেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০২৬ সালে ফের বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। আগামী বছরের পুজোতেই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘ধূমকেতু’র প্রচারপর্বে দেব-শুভশ্রীকে নিয়ে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঝলক প্রকাশের অনুষ্ঠানে পুরনো ছবির গানে একসঙ্গে নাচ, সমাজমাধ্যমে একে অপরকে অনুসরণ করা এবং মন্দিরে একসঙ্গে পুজো দেওয়ার মুহূর্তগুলো নতুন করে আলোচনায় এনেছিল এই জুটিকে। তবে ছবি মুক্তির পর আবারও দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে, যা গড়ায় দুই তারকার অনুরাগী মহলের বাকযুদ্ধেও। এমনকি সেই বিতর্কে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও জড়িয়ে পড়ে।
তবে সব বিতর্ক, দূরত্ব আর জল্পনাকে পেছনে ফেলে আবারও একসঙ্গে কাজের সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শুভশ্রী। জানা গেছে, এবার তাঁরা অভিনয় করতে যাচ্ছেন আদ্যপান্ত প্রেমের একটি ছবিতে। তাঁদের শেষ ছবিটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। যদিও আসন্ন এই ছবির পরিচালকের নাম এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
সূত্রের দাবি, ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকবে দেব এন্টারটেনমেন্ট। খুব শিগগিরই ধাপে ধাপে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেব ও শুভশ্রী নিজেই।



