আর্কাইভ
logo
ads

চারদিকে বিচ্ছেদের আলোচনা, তাহসানের চাওয়া একটুকু শান্তি

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পি.এম
চারদিকে বিচ্ছেদের আলোচনা, তাহসানের চাওয়া একটুকু শান্তি

ফাইল ছবি

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদের দাম্পত্য জীবনে ভাঙনের বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

শনিবার বিকেলে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

ঘনিষ্ঠ সূত্র জানায়, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা আলাদা বসবাস শুরু করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও প্রশ্ন। একের পর এক ফোনকল ও বার্তায় ভরে ওঠে তাহসানের ব্যস্ততা।

এ পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত ও ক্লান্ত তাহসান খান গণমাধ্যমকে জানান, “খুব বেশি খবর হচ্ছে, প্রচুর ফোন আসছে। আমি একটু শান্তি চাই। দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন।”

সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় তাহসান নাটকে অভিনয়ের মাধ্যমেও আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। পাশাপাশি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। প্রায় ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তার আগেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যা আইরা তাহরিম খান রয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ