বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের নভেম্বরে বাবা-মা হিসেবে নতুন জীবনে পা রাখেন। দীর্ঘদিন অপেক্ষার পর এবার তারা তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেছেন। জন্মের প্রায় দুই মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের নাম ও একটি আবেগঘন ছবি শেয়ার করেন এই তারকা জুটি।
এতদিন সন্তানের নাম গোপন রেখেছিলেন ক্যাটরিনা ও ভিকি। সম্প্রতি ইনস্টাগ্রামে ছেলের হাতের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, “আমাদের আলোর রশ্মি—বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর বা সকাল—নতুন সূচনার প্রতীক। সন্তানের নাম জানার অপেক্ষায় থাকা ভক্তদের কৌতূহলের অবসান ঘটতেই পোস্টের কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা ও ভালোবাসায়।শুধু অনুরাগীরাই নন, ক্যাটরিনার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকা সহকর্মীরাও। অভিনেত্রী পরিণীতি চোপড়া মন্তব্য করেন, “ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।” দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ অনেকেই বিহানকে শুভকামনায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সাড়ে তিন বছর পর, ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা। নতুন এই অধ্যায় নিয়ে তাদের জীবনে যে এক অনন্য আনন্দ যোগ হয়েছে, তা স্পষ্ট অভিনেত্রীর কথাতেই।



