আর্কাইভ
logo
ads

অভিনয় জীবনকে বিদায় জানিয়ে ভক্তদের স্মরণ করলেন থালাপতি

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পি.এম
অভিনয় জীবনকে বিদায় জানিয়ে ভক্তদের স্মরণ করলেন থালাপতি

সংগৃহীত ছবি

দীর্ঘ ৩৩ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জাঁদরেল অভিনেতা থালাপতি বিজয়। জীবনের শেষ সিনেমা 'জন নায়াগান'র নতুন গান প্রকাশের দিনে অভিনয় ছাড়া প্রসঙ্গে ভক্তদের উদ্দেশে আবেগী বার্তা দিয়েছেন এ মহাতারকা।

শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে থালাপতির সিনেমার ক্যারিয়ারে বিদায়ী দিনে জড়ো হন ৯০ হাজার ভক্ত।

 

ওই দিন নিজের অভিনীত শেষ সিনেমার গান প্রকাশের পর আবেগী বার্তা দেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

 

ভাইরাল ভিডিওতে বিজয় থালাপতি বলেন,

 

শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস। বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এই মাটিতেই হয়েছে। এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর।

 

থালাপতি আরও বলেন,

 

ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা সইলেও ভক্তরাই তাঁকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন। তাই আগামী ৩০-৩৩ বছর মানুষের পাশে দাঁড়িয়ে ভক্তদের এ ভালোবাসার ঋণ আমি শোধ করতে চাই।

 

এরপরই এ অভিনেতা ক্যারিয়ারে সফল হওয়ার মূলমন্ত্র ভক্তদের জানান। বলেন,

 

জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রুর বেশি প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।

অনুষ্ঠানের একেবারে শেষে ভক্তদের জন্য  ‘থালাপতি কাচেরি’ গানে নৃত্য পরিবেশন করেন অভিনেতা। 

নতুন বছরে আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে থালাপতি অভিনীত শেষ সিনেমা 'জন নায়াগান'।  এইচ বিনোথ পরিচালিত এ সিনেমায় নায়কের সাথে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।

প্রসঙ্গত, রাজনীতিতে যোগ দেয়ায় অভিনয় থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়। গত বছর তাই নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন। আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণী সিনেমার এ মহাতারকা।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ