আর্কাইভ
logo
ads

তারেক রহমান ও চার দেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পি.এম
তারেক রহমান ও চার দেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে সাক্ষাতে বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে।

এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।এদিন, একই স্থানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতেও কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ