আর্কাইভ
logo
ads

গণতন্ত্র মানে ভিন্নমত সত্ত্বেও সংলাপ ও আলোচনার চর্চা: জাইমা রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পি.এম
গণতন্ত্র মানে ভিন্নমত সত্ত্বেও সংলাপ ও আলোচনার চর্চা: জাইমা রহমান

ছবি : খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাইমা রহমান

মতপার্থক্য থাকলেও পারস্পরিক আলাপ-আলোচনা ও কথা বলাই গণতান্ত্রিক ব্যবস্থার মূল শক্তি—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যের শুরুতে জাইমা রহমান বলেন, দেশের মাটিতে এটাই তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য, যা তাকে ভিন্ন ধরনের অনুভূতির মধ্যে রেখেছে।

নারী উন্নয়ন ও রাষ্ট্রগঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সব সমস্যার সমাধান তার জানা আছে—এমন দাবি তিনি করেন না। তবে নিজের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য কিছু করার আগ্রহ থেকেই তিনি সামনে এসেছেন।

আলোচনা সভায় তিনি আরও বলেন, ভিন্ন মত বা ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও একসঙ্গে বসে কথা বলা, আলোচনা করা এবং মত বিনিময় করাই প্রকৃত গণতান্ত্রিক চর্চার অংশ।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ