আর্কাইভ
logo
ads

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পি.এম
গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তারেক রহমান। সভায় গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারাও সভায় অংশ নেন।

আয়োজকরা জানান, সভার উদ্দেশ্য ছিল ভুক্তভোগী পরিবারগুলোর কষ্ট, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনা এবং তাদের প্রতি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে আনা। অনুষ্ঠানে উপস্থিত নেতারা এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ