বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন।
হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন— তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কাজ করতে চায় যুক্তরাজ্য। এছাড়া সারাহ কুক বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।
তিনি আরও জানান, বৈঠকে সারাহ কুক বাংলাদেশের বর্তমান নির্বাচনি পরিবেশ নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।



