এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), বগুড়া চ্যাপ্টারের উদ্যোগে গত ১৯ জানুয়ারি সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সদরের সাবগ্রামে দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় সারাদিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, চারা বিতরণ, ডিম খাওয়ানো ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৪৫০-৫০০ জন কৃষকের ১,৮০০ থেকে ২,০০০ গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিনেশন করা হয়।
এ ছাড়া কৃষিনাশক ট্যাবলেটসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ এবং ফলের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষুশিবির।
কৃষিবিদ ড. মোঃ মাহমুদুল হাসান সুজার সঞ্চালনায় এবং কৃষিবিদ একেএম ফজলুল করিম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকের উন্নয়ন মানেই কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষি সমৃদ্ধ হলে দেশও সমৃদ্ধ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় এলে কৃষির উন্নয়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ উদ্দীন নয়ন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষিবিদদের মধ্যে ছিলেন ড. মোঃ আশিকুল ইসলাম নীরু, মোঃ জিয়াউর রহমান পাভেল, ডাঃ মোঃ মাহফুজার রহমান, ডাঃ কাজী আশরাফুল ইসলাম বাবু, মোঃ আব্দুর রশীদ, মোঃ মহসীন আলী, মোঃ দেলোয়ার হোসেন, ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, এএইচএম নুরুল আনোয়ার খোকন, ড. মোঃ ফয়েজুর রহমান বিপুল, মোঃ আমিনুল ইসলাম, মোঃ নিয়ামতুল্লাহ্, সোহেল শামসুদ্দীন ফিরোজ, ডাঃ মোঃ আব্দুল মালেক, ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রাসেল, মোঃ মাহিদুল ইসলাম, ড. মোঃ আশরাফুল আলম, ডাঃ সিহাব হাসান, ডাঃ আরিফুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান, মোঃ নুর আলম প্রমুখ।
সবশেষে বগুড়ার কৃতিসন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



