বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনার পরপরই বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক জানান, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় প্রতিবাদ জানাতে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে সোমবার বিকেলে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়। সেখানেই জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য রাখছিলেন।
তিনি আরও জানান, বক্তব্য চলাকালে অসুস্থতা অনুভব করলে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ফলে এই মুহূর্তে মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।”



