আর্কাইভ
logo
ads

পাবনায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় চাচাতো বোনসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পি.এম
পাবনায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় চাচাতো বোনসহ গ্রেফতার ২

পাবনার ফরিদপুর উপজেলায় স্কুলছাত্রী সুরাইয়া হত্যা ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সংঘটিত ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুরাইয়া এবং আসামি ডালিয়া সম্পর্কে চাচাতো বোন। অপর আসামি আব্দুল লতিফ ডালিয়ার স্বামী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভুক্তভোগীর দাদা-দাদী আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একটি ভুয়া অপহরণের পরিকল্পনা করেন।

ঘটনার দিন আসামি ডালিয়া ভুক্তভোগী সুরাইয়াকে নিয়ে নির্ধারিত স্থানে আব্দুল লতিফের সঙ্গে সাক্ষাৎ করে। পরে একটি পরিত্যক্ত ঘরে ডালিয়া সুরাইয়াকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে যায়। রাতের বেলায় তারা সেখানে ফিরে এসে সুরাইয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর লাশ স্থানীয় একটি পুকুরে ফেলে দেয়।পরবর্তীতে গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে আব্দুল লতিফের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুক্তভোগী সুরাইয়া দাদার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আসামি আব্দুল লতিফ (জন্তিহার, ফরিদপুর) এবং ডালিয়া (ভিকটিমের চাচাতো বোন ও লতিফের স্ত্রী)–কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল রহমান জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ‎‎নিহত শিক্ষার্থী সুরাইয়া খাতুন (১৩)। সে অষ্টম শ্রেণির ছাত্রী এবং ফরিদপুর উপজেলার বি.এল. বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়।খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা মো. আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাচদিন পর একটি বিলের মধ্যে থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার হয়।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ