আর্কাইভ
logo
ads

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পি.এম
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলে আটক

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি মাছধরা ট্রলারসহ ২৪ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্টগার্ড। আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান। পরে জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় নজরদারি করছিল। এ সময় তারা একটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আন্তর্জাতিক সীমা অতিক্রমের অভিযোগে আটক করে।

ট্রলারটিতে থাকা ২৪ জন জেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়। জেলেরা সবাই যে বাংলাদেশের নাগরিক, তা তারা নিজেরাই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে আটক ট্রলার ও জেলেদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক জেলেদের বিরুদ্ধে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আগামী মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করা হবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ