বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেছে স্থানীয় লোকজন।পরে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। হেনস্তার শিকার তিন পুলিশ সদস্য আসন্ন নির্বাচন উপলক্ষে মটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই করছিলেন।সোমবার বেলা ১১ টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।
বগুড়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি মানুষের কথাকে জানান, সদর ট্রাফিক ফাঁড়ির টাউন উপপরিদর্শক ( টিএসআই) আবুল কালাম আজাদকে ধুনটে পাঠানো হয়। তিনি থানা পুলিশের সহযোগিতায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই করছিলেন।
হুকুম আলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট চলাকালে বেলা ১১ টার দিকে কিছু উচ্ছৃঙ্খল জনগন চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবী করেন তিনি এক হাজার টাকা নিয়ে কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এসময় উচ্ছৃঙ্খল জনগন সেখানে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদেরকে হেনস্তা করে।পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
টিএসআই আবুল কালাম আজাদ বলেন, ধুনট উপজেলার হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় চেক পোষ্ট বসানো হয়। এসময় আমি একটি মোটর সাইকেল আটক করে কাজপত্র যাচাই করছিলাম। অন্য দিকে কনস্টেবল আব্দুল খালেক টাকার বিনিময়ে একটি মোটর সাইকেল ছেড়ে দিয়েছে এমন দাবী করে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে ওঠে আক্রমনাত্মক আচরন করে।ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খান বলেন, মোটরসাইকেল ছেড়ে দিয়ে টাকা নিয়েছে এধরনের অভিযোগ সঠিক না। স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনগন মব সৃষ্টি করে পুলিশের কাজে বাঁধা সৃষ্টি এবং তাদেরকে হেনস্তা করেছে।পরে কোন অভিযোগ কারীকে খুঁজে পাওয়া যায়নি।



