আর্কাইভ
logo
ads

বগুড়ার সান্তাহার ইউপিতে পুকুরে বিষ দিয়ে সাড়ে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পি.এম
বগুড়ার সান্তাহার ইউপিতে পুকুরে বিষ দিয়ে সাড়ে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সান্তাহার ইউনিয়নে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে।গতকাল রবিবার দুপুরে সাকায়েত হোসেন সবুজ নামের ভুক্তভোগী ওই মৎস্য ব্যবসায়ী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের সাকায়েত হোসেন সবুজ প্রায় এক যুগ ধরে বেশ কয়েকটি পুকুরে কাতলা, সিলভার, ব্ল্যাক কার্প, বাটা, জাপানি ও টেংরাসহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।  গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা তাঁর তিন বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। গত শনিবার সকাল ৮টায় তিনি পুকুরে গিয়ে মাছগুলো ভাসতে দেখেন। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ