আর্কাইভ
logo
ads

বগুড়ায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এ.এম
বগুড়ায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে জরিমানা

বগুড়ায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে   শহরের গোহাইল রোডে পৌর পার্ক এলাকায় ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়৷ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ।

মেহেদী হাসান বলেন, রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া খাবার প্রস্তুতে বিক্রয় নিষিদ্ধ গোলাপজল, মানহীন বিট লবণ এবং স্টিকারবিহীন আমদানিকৃত বিদেশি সস ব্যবহার করা হচ্ছিল। এ সব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ