ষড়জ অ্যাডভেঞ্চার কর্তৃক আয়োজিত বাংলা চ্যানেল এর ১৯তম আয়োজন ২০২৬, এ অংশগ্রহণ করে সফল ভাবে বাংলা চ্যানেল তথা সাগর পথে ১৬.১ কিলোমিটার সাঁতার করে সম্পন্ন করেন জাহিদুল ইসলাম জাহিদ।
সে বগুড়ার বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার ছেলে।
গত ১৭ই জানুয়ারি ২০২৬ তারিখে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে এবং শেষ হয় সেন্টমার্টিন দ্বীপে গিয়ে। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, বাংলা চ্যানেলে সাঁতার করা এটা শুধু একটা সাঁতার প্রতিযোগিতা না, এটি মানষিক শক্তির ও বিষয়। এখানে সাঁতারের পাশাপাশি প্রত্যেক সাঁতারুকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হয়, যা তার পরবর্তী জীবনে যেকোনো অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
উল্লেখ্য যে, বাংলা চ্যানেল সাঁতার কে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সাধারণত লং ডিস্টেন্স সুইমিং এবং রানিং এ অংশগ্রহণ করে থাকেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিনি শুভলং চ্যানেল তথা কাপ্তাই লেকে সাঁতার করে ১৪ কিলোমিটার পথ সফলভাবে পাড়ি দেন, কুতুবদিয়া চ্যানেল সফলভাবে পাড়ি দেন (৭ কিলোমিটার), পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলভাবে সম্পন্ন করেন।
এছাড়াও সফল ভাবে তিনি ১০০ কিলোমিটার আলট্রা রান সম্পন্ন করেন, চারটা ফুল ম্যারাথন এবং ৩০ টিরও বেশি হাফ ম্যারাথন সম্পূর্ণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দূরত্বের আরো ৫০ টির বেশি ম্যারাথন সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি একজন পেশাদার স্পোর্টসম্যান না হয়েও যা অর্জন করছেন তা সত্যিই অবিশ্বাস্য।



