আর্কাইভ
logo
ads

বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পি.এম
বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

শব্দ দূষণ নিয়ন্ত্রণে রবিবার বিকেলে বগুড়া জেলার বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় রবিবার বিকেলে বগুড়া শহরের বনানী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের প্রত্যেককে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদল হাসান।
 অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কিছু পরিবহনের চালকদের ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবহন চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনের গায়ে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ