আর্কাইভ
logo
ads

বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পি.এম
বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ওয়াইএমসিএ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে রবিবার আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আয়োজনের মূল সুর ছিল- "ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা একটি পূর্ণাঙ্গ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে"।

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, দড়ি লাফানো, মোরগ লড়াই, স্ট্যাম্প ভাঙ্গা, বাস্কেটে বল নিক্ষেপ, পেনাল্টি কিক, কুচকাওয়াজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভার প্রদর্শন করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের নিয়েও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অভিভাবকদের অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে পুরস্কার গ্রহণ পুরো অনুষ্ঠানটিকে আরও মনোমুগ্ধকর ও সমৃদ্ধ করে তোলে।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সহ-সভাপতি ম্যাগডোলিন ফ্রান্সিসকা বেসরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সমাজ থেকে কুসংস্কার ও অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী করে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ'র সভাপতি মিস অর্পনা প্রামাণিক, উপদেষ্টা মিঃ দিলীপ মারান্ডী, কনসালটেন্ট গোলাম মোর্শেদ মাহবুব ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিস্টিউটের অধ্যক্ষ প্রকোশলী ভিভিয়ান রিওন মারান্ডী। সহকারী শিক্ষিকা মলিনা মন্ডলের সাবলীল পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি রুমা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য রেজিনা মারান্ডী, যোনাথন আবির সহ প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ