আর্কাইভ
logo
ads

আদমদীঘি উপজেলায় ২ লক্ষ জনসংখ্যার বিপরীতে ফায়ার স্টেশনের জনবল মাত্র ১৯ জন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পি.এম
আদমদীঘি উপজেলায় ২ লক্ষ জনসংখ্যার বিপরীতে ফায়ার স্টেশনের জনবল মাত্র ১৯ জন

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট জনসংখ্যা ২ লাখ ৬ হাজার ৭শত ৭৭ জন। এই জনসংখ্যার বিপরীতে উপজেলার ফায়ার স্টেশনের অপারেশনাল স্টাফ আছে মাত্র ১৯ জন। ফায়ার সার্ভিসের কাজের জন্য গাড়ি আছে ২টি। কোন ডুবরি নেই। উপজেলায় কোন সরকারি অ্যম্বুলেন্স নেই। উপজেলায় ১টি মাত্র সরকারি হাসপাতাল আছে। সান্তাহার ২০ শয্যা হাসপাতালটি শুধুমাত্র ২/৩ জন জনবল নিয়ে ইনডোর কার্যক্রম চালু আছে। উপজেলায় মোট কলেজ আছে ৭টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে ২৮টি, মাদরাসা আছে ১৪টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৯৮টি। ২টি গুরুত্বপূর্ণ খাদ্যশষ্য ওয়ার হাউজ (সাইলো) সহ ৭টি কেপিআই আছে উপজেলার সান্তাহার শহরে।
 সান্তাহার নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন,আদমদীঘি উপজেলার বৃহত্তর সান্তাহারে ৭টি কেপিআই( বৃহৎ স্থাপনা) আছে। সেই হিসেবে ফায়ার স্টেশনের জনবল আরো বৃদ্ধি করা প্রয়োজন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন ম্যানেজার  আফাজ উদ্দীন বলেন, আমাদের এই স্টেশনে আরো জনবল বৃদ্ধি করার  জন্য আমরা আবেদন করেছি। তা ছাড়া কোনো দুর্যোগের সময় ভলেন্টিয়ার  (স্বেচ্ছাসেবক) দল গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ