বগুড়ার আদমদীঘিতে সুলতানা বেগম (২৫) নামের এক গৃহবধূ গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা মনে করছেন । গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের মা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুসুম্বী গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের সঙ্গে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে গত শুক্রবার রাতে গ্রামের কিছু মাতব্বর সালিশ বৈঠক করে। মৃত পরিবারের দাবি, সালিশ বৈঠকে সুলতানা বেগমকে লাঞ্চিত করা হয়।
এদিকে, সালিশ বৈঠকে লাঞ্চিত হওয়ার ঘটনায় অভিমান করে গত শনিবার বেলা দেড়টায় সুলতানা বেগম তার নিজ শয়নকক্ষে তালার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা অবস্থায় পাওয়া যায়।
পরে তার স্বামী ও প্রতিবেশিরা তাকে নামানোর চেষ্টা করলে দেখতে পান তিনি মারা গেছেন। বিকেলে থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



