আর্কাইভ
logo
ads

তামাকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পি.এম
তামাকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থার

জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে নানা উদ্যোগ

সাধারণ মানুষের মধ্যে তামাকের ভয়াবহতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থা। 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন আইএসআইটিসি-২ প্রকল্পের আওতায় বাৎসরিক পরিকল্পনায় অবহিতকরণ, পয়েন্ট নির্ধারণ, চিহ্নিতকরণ, পোস্টার লাগানো, জরিপ, মানববন্ধন, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রচার-প্রচারণাসহ নানা কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাস্কফোর্স সহ ধর্মীয় উপাসনালয় প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দকে সাথে নিয়ে তামাক নিয়ন্ত্রনে মতবিনিময় সভার আয়োজন করা হবে। ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া প্রেসক্লাব, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পোস্টার লাগানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।

'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫' কার্যকর করেছে বর্তমান সরকার। আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে সিগারেট, ই-সিগারেট, ভেপ, জর্দা, সাদাপাতা, বিড়ি ও গুলসহ সব ধরনের তামাক পণ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। 

বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন এর সাথে আলাপকালে জানান, তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এ অবস্থা থেকে উত্তরণে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ এবং কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ধূমপায়ী ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও ক্ষতির মুখে ঠেলে দেন। তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতা এসডিজির সুস্বাস্থ্য অর্জনের পথে বড় বাধা। সমাজকে তামাকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ