আর্কাইভ
logo
ads

উত্তরায় অগ্নিকাণ্ড

পাশাপাশি কবরে শায়িত বাবা ছেলেসহ তিনজনের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০১ পি.এম
পাশাপাশি কবরে শায়িত বাবা ছেলেসহ তিনজনের মরদেহ

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয়জনের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। একসঙ্গে তিনজনের জানাজা ও দাফনে এলাকায় নেমে আসে গভীর শোক।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। জানাজায় দড়িপাঁচাশি গ্রামসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। শোকাহত স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

নিহত তিনজন হলেন— দড়িপাঁচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা (১৪)। রোদেলা হারিছ উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে।

নিহত হারিছ উদ্দিনের চাচা নজরুল ইসলাম বলেন, একই পরিবারের তিনজনকে একসঙ্গে হারাতে হবে—এটা কখনো কল্পনাও করিনি। পরিবারটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আযম জানান, মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর একনজর দেখতে মানুষের ঢল নামে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এক পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারিছ উদ্দিন ও তার ভাই শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে তারা পরিবারের সদস্যদের নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের ভাড়া বাসায় বসবাস করছিলেন। সেখানে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকতেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে মোট ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে হারিছ উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলাও রয়েছেন।

এ ঘটনায় হারিছ উদ্দিনের ভাই শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলী আক্তার এবং তাদের চার বছর বয়সী ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুতে ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রামে শোক আর নিস্তব্ধতা নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ