আর্কাইভ
logo
ads

কাহালুতে ভেটেরিনারি কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পি.এম
কাহালুতে ভেটেরিনারি কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

বগুড়ার কাহালুতে ভেজাল ভেটেনারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার কাহালু উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। এরআগে বিকেল পৌণে ৪টার দিকে উপজেলার মুরইল এলাকায় অবস্থিত আহাজ ফার্মা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং বগুড়া জেলার কাহালু অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে ওই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫২ ধারায় কারখানার মালিক মোঃ হেলাল উদ্দীনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ভেটেরিনারি ওষুধ উৎপাদন ও প্যাকেটজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানায়, ভেজাল ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ