আর্কাইভ
logo
ads

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পি.এম
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার।

বগুড়ায় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র  দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার তিনটি উপজেলার অন্তত পাঁচটি স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯ মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ একটি দল বুধবার  দিবাগত রাতে প্রথমে বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে পোদ্দার বাহিনীর প্রধান ও অস্ত্র ব্যবসায়ী ফিরোজ পোদ্দারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে তার সহযোগী রায়হান আলী রানাকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের সঙ্গে নিয়ে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি ৯ মিলিমিটারের ব্রিটিশ বুলডগ রিভলভার, পাঁচটি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার ফিরোজ পোদ্দার তার বাহিনী নিয়ে নির্মাণাধীন ওই বাড়িটিকে আস্থানা হিসেবে ব্যবহার করছিল এবং সেখান থেকেই অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় আটটি মামলা চলমান রয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ