আর্কাইভ
logo
ads

খেলাধুলায় আরও উৎসাহী ও উদ্যমী হতে হবে- ডিসি তৌফিকুর

বগুড়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পি.এম
খেলাধুলায় আরও উৎসাহী ও উদ্যমী হতে হবে- ডিসি তৌফিকুর

বগুড়ায় ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কতৃক আয়োজিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী বৃহস্পতিবার বিকেলে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। আজ যারা এই প্রতিযোগিতা অংশ নিয়েছো তাদের জন্য শুভ কামনা। যারা নিজয়ী হয়েছো তাদের জন্য পুরষ্কার নয়, আমরা তাদের সম্মান জানাচ্ছি। যারা পুরষ্কার পাওনি তাদেরকে ধন্যবাদ। মাদক থেকে রাখতে খেলাধুলা দরকার। যারা মাদক থেকে দূরে আসছে তাদেরও খেলাধুলা করতে হবে। যারা বিজয়ী তাদের সম্মাননা জানানো হচ্ছে যাতে তারা আরও উৎসাহী হয়, উদ্যমী হয়।

পুরষ্কার বিতরণ কালে এসময় জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বীট মডেল স্কুল এনৃড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ নেয়। জেলা পর্যায়ে মোট ১০টি ক্রীড়া ইভেন্টের বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরষ্কার বিতরণ করেন।

জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অংশ নিবেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ