আর্কাইভ
logo
ads

বগুড়ায় দুটি ইটভাটার চিমনী ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পি.এম
বগুড়ায় দুটি ইটভাটার চিমনী ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫ লাখ টাকা

বগুড়ায় অবৈধ ইটভাটার চিমনী গুড়িয়ে দেয় প্রশাসন।

বগুড়া সদরের অবৈধ তিনটি ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণ ও একটির আংশিক ভেঙে দিয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের উপজেলা বিভিন্ন স্থানে এ অভিযান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে  পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

অভিযান পরিচলনা করা ইটভাটা গুলো হলো, সদরের সাবগ্রাম এলাকার মেসার্স সারিয়াকান্দি ব্রিকস, চকঝপু এলাকার পুলক ব্রিকস এবং বুজরুক মাঝিড়া এলাকার মেসার্স টিএমএসএস ব্রিকস। এরমধ্যে মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও পুলক ব্রিকসের চিমনী সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে এবং টিএমএসএস ব্রিকসের আংশিক ভেঙে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মেসার্স সারিয়াকান্দি ব্রিকস এবং মেসার্স পুলক ব্রিকস দুটির চিমনী সম্পূর্ণরূপে ভেঙ্গে দেয়া হয়। টিএমএসএস ব্রিকসের কিলন আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল-জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ এবং পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, জেলা পুলিশের একটি টিম, সেনাবাহিনী সদস্য, ফায়ার সার্ভিস  সহযোগিতা করেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ