আর্কাইভ
logo
ads

এনসিপি ছাড়াদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম 'জনযাত্রা'

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পি.এম
এনসিপি ছাড়াদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম 'জনযাত্রা'

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন রাজনৈতিক উদ্যোগের সূচনা হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই নতুন প্ল্যাটফর্মের নাম হতে পারে “জনযাত্রা” অথবা “পিপলস মার্চ”। ধারণা করা হচ্ছে, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হবে।

নির্ভরযোগ্য সূত্রের খবর, সাবেক এনসিপি যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই নতুন উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। পাশাপাশি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে শোনা গেছে।

মেঘমল্লার বসু এক গণমাধ্যমকে বলেন, “নিপীড়িত মানুষের কথা বলার জন্য দীর্ঘদিন ধরে আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা করছি। এ বিষয়ে এখনই বেশি কিছু বলছি না।”

একই সময়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের কারণে কেন্দ্রীয় কমিটির অন্তত ১৬ জন নেতা দলত্যাগ করেছিলেন। তাদের এই পদক্ষেপ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা আরও দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ