আর্কাইভ
logo
ads

পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে প্রাণ গেল ৬ পুলিশ সদস্যের

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পি.এম
পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে প্রাণ গেল ৬ পুলিশ সদস্যের

সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই দিনে পৃথক আরেকটি বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। সোমবার (১২ জানুয়ারি) এসব ঘটনার কথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ট্যাংক জেলার গোমাল বাজার সড়কে টহলরত পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বিস্ফোরক ব্যবহার করা হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্য প্রাণ হারান।

অন্যদিকে, লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে চালানো পৃথক হামলায় তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান কঠোরই থাকবে।

ঘটনার পরপরই পেশোয়ার, বান্নু ও খাইবার জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি) ব্যাপক অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব অভিযানে অন্তত আটজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে এবং একাধিক নাশকতার পরিকল্পনা আগেই ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, খাইবার পাখতুনখোয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত এলাকায় চলমান অস্থিরতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে সীমান্ত অঞ্চলে দুই দেশের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে হামলা চালাচ্ছে। একই সঙ্গে এই সংগঠনটিকে ভারত অর্থ ও রসদ দিয়ে সহায়তা করছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।

তবে আফগান সরকার শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ