আর্কাইভ
logo
ads

গ্রিনল্যান্ডে হামলা ন্যাটোর শেষ ঘণ্টা বাজাবে—হুঁশিয়ারি ডেনমার্কের

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পি.এম
গ্রিনল্যান্ডে হামলা ন্যাটোর শেষ ঘণ্টা বাজাবে—হুঁশিয়ারি ডেনমার্কের

ফাইল ছবি

ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ ন্যাটোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির প্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের নেতা ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার সামরিক পরিকল্পনার পরই গ্রিনল্যান্ডসহ অন্যান্য দেশের উপরও হুমকির সুর ছড়িয়েছেন ট্রাম্প। তিনি রোববার সাংবাদিকদের জানান, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে এবং তার মতে, দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত।

যদিও গ্রিনল্যান্ডে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, তবুও ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের প্রতিক্রিয়া ছিল কঠোর। তিনি টিভি২-কে বলেন, “যদি যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য কোনো দেশে সামরিক অভিযান চালায়, তবে এটি শুধু ন্যাটোকে নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের নিরাপত্তার কাঠামোকেও চূড়ান্তভাবে প্রভাবিত করবে।”

ফ্রেডেরিকসেন আরও বলেন, “গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার জন্য যে ধরনের সামরিক শক্তি ব্যবহার করা হতে পারে, তা আমরা অবহেলা করতে পারি না।” উল্লেখ্য, গত মাসে ট্রাম্প লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ