আর্কাইভ
logo
ads

আগামী ১১ জানুয়ারি আসছেন

ঢাকার বাহিরে তারেক রহমানের প্রথম সফর বগুড়ায়

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ জানুয়ারি ২০২৬, ১১:১১ পি.এম
ঢাকার বাহিরে তারেক রহমানের প্রথম সফর বগুড়ায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র রবিবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে তারেক রহমান বগুড়ায় আসবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বগুড়ায় আসার তারিখ ঘোষণা হওয়ায় বগুড়ার আপামর মানুষের মাঝে নতুন করে আনন্দের জোয়ার লক্ষ করা গেছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ