আর্কাইভ
logo
ads

খালেদা জিয়াকে কারাগারে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পি.এম
খালেদা জিয়াকে কারাগারে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি: রিজভী

ফাইল ছবি

কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসা দেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া জানতেন, তার নামে মামলার কী পরিণতি হতে পারে। তার রাজনৈতিক প্রতিপক্ষ কতটা নিষ্ঠুর ভয়াবহ প্রতিশোধপরায়ণ হতে পারেন, প্রতিটা বিষয়েই তিনি অবগত ছিলেন।

উনি (খালেদা জিয়া) ভয়াবহ নিপিড়নের মধ্যে পড়বেন, সেটা যেনেও তিনি দেশের প্রতি, মাটির প্রতি অকুন্ঠ ভালোবাসা আছে, সেটা প্রমাণ করলেন। 

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব বলেন, অনেক চেষ্টা করেও যখন পারেনি, তখন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো। যখন তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছেন, তখন তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তিনি হেঁটে কারাগারে গেলেন, হুইল চেয়ারে ফিরে আসলেন।

আমরা সন্দেহ করেছি, কারাগারে তাকে সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা দেওয়া হয়নি। শেখ হাসিনা এটা করেছে, তার প্রশাসনকে কাজে লাগিয়ে। এখন নানাভাবেই আমরা এর আলামত পাচ্ছি। উনার অসুখের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা টের পাওয়া যাচ্ছিল। 

তিনি বলেন, খালেদার পরিবার এবং বিভিন্ন পক্ষ থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উন্নত চিকিৎসার বিষয় উত্থাপন করা হয়, তখন প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন না, এমনকি দেশের মধ্যেও ভালো হাসপাতালে পাঠাতে চাইলেন না। পিজি হাসপাতালেও যারা উন্নত মানের চিকিৎসক তাদেরকে খালেদা জিয়ার চিকিৎসা করতে দেওয়া হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের পেছনে ডিজিএফআই লেগে থাকতো। 

রুহুল কবির রিজভী বলেন, শোকের মধ্যেও খালেদা জিয়া নিজেকে অটল রাখতে পারতেন।

সংকটকে মোকাবিলা করার প্রত্যয় তার ছিল। তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তিনি যে পথ বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি, তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একজন রাজনীতিবিদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভুইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে এম মহসীন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খাইরুল বাসার। 

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ