আর্কাইভ
logo
ads

হাসপাতালে ড. কামাল হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পি.এম
হাসপাতালে ড. কামাল হোসেন

ফাইল ছবি

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন অসুস্থ হয়ে শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী আজ শনিবার দুপুরে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। অসুস্থবোধ করায় গতকাল শুক্রবার ওনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে সুব্রত  চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন। আরেকটু অবজারভেশনের পর ওনাকে কেবিনে নেওয়া যেতে পারে।’ 

তিনি ড. কামাল হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। ড. কামাল হোসেনের বয়স ৮৮ বছর। তিনি বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।  ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ