আর্কাইভ
logo
ads

নির্বাচনী কার্যক্রমের সূচনা সিলেট থেকে করবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এ.এম
নির্বাচনী কার্যক্রমের সূচনা সিলেট থেকে করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে।দলীয় নেতারা জানান, সফরকালে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন। উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তার নির্বাচনী এলাকা।

এই প্রেক্ষাপটে তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলো সফর করতে পারেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিন রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরুর দিনেই দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বসে এই সফরসূচি নিয়ে আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ