আর্কাইভ
logo
ads

‘আমি জীবিত আছি, এই অনেক’,জানালেন নোরা ফতেহি

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম
‘আমি জীবিত আছি, এই অনেক’,জানালেন নোরা ফতেহি

ফাইল ছবি

পথদুর্ঘটনায় জখম হয়েছেন নোরা ফতেহি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি না, তা দেখার জন্য সিটি স্ক্যানও করা হয়। কেমন আছেন নোরা এখন?

ঠিক কী করে ঘটল এই দুর্ঘটনা? সেই প্রসঙ্গে মুখ খুলেছেন নোরা। এই দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। শনিবার দুপুর ৩টে নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন। ২০২৫-এর ‘সানবার্ন ফেস্টিভাল’-এ যাচ্ছিলেন। সেখানে ডিজে ডেভিট গেটার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার কথা ছিল নোরার। চিকিৎসা করানোর পরে কী অবস্থা তাঁর? তা নিজেই সমাজমাধ্যমে জানান অভিনেত্রী।

নোরা বলেছেন, “এক মদ্যপ ব্যক্তি আমার গাড়ি দুমড়েমুচড়ে দেয়। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনার জের বেশ বড়ই ছিল। গাড়ির জানলায় আমার মাথা ঠুকে যায়।” এই ঘটনার পর থেকে আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছেন নোরা। অভিনেত্রী সমাজমাধ্যমের ভিডিয়োয় বলেন, “আমি জীবিত আছি এবং ঠিক আছি। কিছু ছোটখাটো চোট লেগেছিল, ফুলে গিয়েছিল, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে এখন আমি ঠিক আছি। তার জন্য আমি কৃতজ্ঞ। এই ঘটনার পরিণতি আরও খারাপ হতে পারত। এই জন্যই মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয়।”

নোরা জানান, এই সব কারণেই তিনি মদ্যপান পছন্দ করেন না। নিজে মদ ছুঁয়ে দেখেননি কোনও দিন। শুধু মদ নয়, গাঁজা-সহ যে কোনও ধরনের মাদকদ্রব্যই অপছন্দ নোরার। মাদকমাত্রই মানুষকে এক অন্য মানসিক স্থিতিতে নিয়ে যায়, যা পছন্দ নয় ‘দিলবার’ খ্যাত অভিনেত্রীর।

সবশেষে অনুরাগীদের আশ্বস্ত করে নোরা বলেন, “আমি ঠিক আছি। শুধু ক’দিন যন্ত্রণা থাকবে। ভাগ্যক্রমে আমি জীবিত আছি। মিথ্যে বলব না, সত্যিই খুব ভয় পেয়েছিলাম। এখনও কিছুটা আতঙ্ক রয়েছে।”

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ